chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লামায় বন্যহাতির আক্রমণে নারী শ্রমিকের মৃত্যু

ডেস্ক নিউজ : বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে হাজেরা বেগম (৪৬) নামে এক নারী রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ মার্চ) সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী গরুরলোড়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাজেরা গরুরলোড়াপাড়ার বাসিন্দা মো. নুরুল আলমের স্ত্রী।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত বুধবার সকাল ৭টার দিকে হাজেরা বাড়ির পাশে রাবার বাগানে কাজ করতে বের হন। এসময় হাতির দল আক্রমণ করলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হাজেরাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার জানান, নিহত হাজেরার পরিবার ও ক্ষতিগ্রস্তদের বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর