chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গ্লুকোমা অন্ধত্বের দ্বিতীয় বৃহত্তম কারণ

নিজস্ব প্রতিবেদক: গ্লুকোমা রোগ অন্ধত্বের দ্বিতীয় বৃহত্তম কারণ বলে জানিয়েছেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি ও আইএইচএল’র চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন।

তিনি বলেন, ‘মারাত্মক দৃষ্টিনাশী রোগ গ্লুকোমা। এ রোগে চোখের ভেতর চাপ বেড়ে গেলে চোখের অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, ফলে দৃষ্টির পরিসীমা ধীরে ধীরে কমতে থাকে।’

আজ মঙ্গলবার (৯ মার্চ) বিশ্ব গ্লুকোমা সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে নগরের পাহাড়তলীর চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডা. রবিউল হোসেন বলেন, সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে রোগী অন্ধ হয়ে যেতে পারে।
গ্লুকোমা রোগে দৃষ্টির যে ক্ষতি হয়, তা কখনো ফেরত পাওয়া সম্ভব নয়।

তিনি বলেন, এ রোগ সম্পর্কে আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে। যারা চল্লিশোর্ধ্ব তাদের উচিত চোখের যেকোনো ধরনের উপসর্গের সুচিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া।

গ্লুকোমা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদেরও ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করে চিকিৎসা চালিয়ে গেলে অন্ধত্বের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর