chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ট্রাম্পের প্রশাসনকে নিষেধাজ্ঞা করলো বাইডেন প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ভ্রমণে ১৩টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটি। এর আগে নিষেধাজ্ঞার কারণে যাদের ভিসা প্রত্যাখ্যাত হয়েছে, তাদের আবারও ভিসা আবেদনের অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন।

স্থানীয় সময় সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস।

তিনি বলেন, ২০২০ সালের ২০শে জানুয়ারির আগে যাদের ভিসা প্রত্যাখ্যাত হয়েছে, তাদে নতুন করে ফি জমা দিয়ে আবার আবেদন করতে হবে। এছাড়া, ওই তারিখের পরে ভিসা প্রত্যাখ্যান করা হলে ফি ছাড়াই পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণে ২০১৭ সালের ডিসেম্বর থেকে প্রায় ৪০ হাজার মানুষের ভিসা প্রত্যাখ্যান করা হয়।

গেল ২০শে জানুয়ারি ক্ষমতা নেয়ার পরই এই নিষেধাজ্ঞা তুলে নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের সময়ে মুসলিম প্রধান ১৩টি দেশের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর