chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাজী সেলিমকে

ডেস্ক নিউজ : দুদকের মামলায় হাইকোর্টে ১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত সরকার দলীয় সংসদ সদস্য হাজী সেলিমকে ৩০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। আত্মসমর্পণ না করলে এ মামলায় জামিন বাতিল করে তাকে গ্রেফতার করার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ মার্চ) বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে হাজী সেলিমের আপিল আবেদন খারিজ করে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আইনজীবী মো. খুরশীদ আলম খা আদালতে দুদকের পক্ষে শুনানি করেন। অন্যদিকে হাজী সেলিমের পক্ষে শুনানিতে ছিলেন

আইনজীবী সাঈদ আহমেদ রাজা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণার জন্য ৯ মার্চ দিন নির্ধারণ করেছিলেন হাইকোর্ট।

হাজী মোহাম্মদ সেলিমের ১৩ বছরের কারাদণ্ডাদেশের মামলার যাবতীয় নথি (এলসিআর) তলব করেছিলেন হাইকোর্ট। ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারককে ওই নথি প্রেরণ করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। দুদকের আবেদনের শুনানি নিয়ে ২০২০ সালের ১১ নভেম্বর হাইকোর্ট এ আদেশ দেন।

ইনি/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর