chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নারীকে ছুঁড়ে ফেলে দেয়ার ঘটনায় চালক ও হেলপার আটক

ডেস্ক নিউজ : ঢাকার কেরানীগঞ্জে ‘ভাড়া দিতে না পারায়’ শীততাপ নিয়ন্ত্রিত বাস থেকে বাক-প্রতিবন্ধী এক নারীকে ফেলে দেওয়ার ঘটনায় ওই বাসের চালক ও তার সহকারীকে আটক করেছে র‌্যাব

প্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শুরু হয় তীব্র ক্ষোভ ও সমালোচনা।
র‌্যাব-১০ এর অধিনায়ক মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ প্রতিবন্ধী নারীকে বাস থেকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনায় এন মল্লিক বাসের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। সাথে জব্দ করা হয়েছে বাসটিও।

সোমবার কেরানীগঞ্জ উপজেলা সদরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘দোহার-নবাবগঞ্জ সর্বসাধারণ’ ব্যানারে মানববন্ধন করে এর প্রতিবাদ জানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রবিবার (৮ মার্চ) ভুক্তভোগী সেই প্রতিবন্ধী নারী সকালে কেরানীগঞ্জের কোনাখোলা থেকে এন মল্লিক পরিবহনের বাসে ওঠেন। ভাড়া দিতে অসমর্থ হলে বাসের হেলপার তাকে রামেরকান্দা-রুহিতপুর সড়কের ডাচ-বাংলা ব্যাংক সংলগ্ন এলাকায় বাস থেকে ধাক্কা দিয়ে

ফেলে দেয়। এরপর বাসটি দ্রুত সে স্থান ত্যাগ করে চলে যায়।

এতে ওই নারী মাথা ও কোমরে আঘাত পান। আশপাশের লোকজন তখন এগিয়ে আসেন। কী ঘটেছে জিজ্ঞেস করলে তিনি কাগজে ঘটনার সারমর্ম লিখে দেন। তখন সবাই বুঝতে পারেন, তিনি বাক প্রতিবন্ধী।

ইনি/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর