chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খুব ভালো প্র্যাকটিস হচ্ছে: মাহমুদউল্লাহ

খেলা ডেস্ক: ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১০ মার্চ শেষ হবে ১৪ দিনের কোয়ারেন্টিন। ওইদিনই ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সটাউন যাবে জাতীয় দলের বহর।

নিউজিল্যান্ড গিয়ে পৌঁছানোর পর সেই কুইন্সটাউনেই প্রথম পুরো দল একসঙ্গে অনুশীলন করবে। সেখানেই পাঁচদিনের ছোট্ট অথচ পূর্নাঙ্গ ও নিবিঢ় অনুশীলন ক্যাম্প হবে, যাতে পুরো দল একত্রে একসঙ্গে প্র্যাকটিস করবে। এরপর ডানেডিনের উদ্দেশ্যে যাত্রা করবে দল।

নিউজিল্যান্ডে কেমন আছেন বাংলাদেশের ক্রিকেটাররা? টাইগার দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘সবকিছু ঠিকমতই চলছে।’

তার চোখে প্র্যাকটিসের সুযোগ সুবিধা দারুণ। উইকেট ও আনুষঙ্গিক সুযোগ সুবিধাও দুর্দান্ত। এক কথায় ভাল প্র্যাকটিস হচ্ছে বলেই মনে হয় রিয়াদের, ‘মোস্ট ইম্পরট্যান্টলি আমরা প্র্যাকটিস করতে পারছি। ফ্যাসিলিটিজ ওয়ান্ডারফুল। উইকেটগুলাও খুব ভালো। তো খুব ভালো প্র্যাকটিসই হচ্ছে।’

‘যে দু’ঘণ্টা সময় পাচ্ছি, আমরা নিশ্চিত করছি যেন প্রোপার প্র্যাকটিস করতে পারি। আমাদের স্কিল ট্রেনিং, রানিং বা ফিটনেসের কাজ যদি থাকে, সেগুলো ওই সময়টাতে করছি। উপভোগ করছি।’

দুইদিন পরই কোয়ারেন্টাইন শেষ হবে। অন্য সবার মত রিয়াদেরও আশা, ‘ইনশাআল্লাহ্ দোয়া করছি, আমাদের সবার রেজাল্টটা যেন নেগেটিভ আসে। এরপর আমরা বাইরে (কুইন্সটাউন) যাব ইনশাআল্লাহ।’

রিয়াদ বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনটা সবসময়ই চ্যালেঞ্জিং এবং আমাদের জন্য কোনোকিছুই এত সহজ হবে না।’

সেখানে ভাল করতে হলে করণীয় কী? রিয়াদের পরামর্শ, ‘ওভারঅল আমার মনে হয়, এজ অ্যা টিম আমাদের ভালো পারফর্ম করতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন ডিপার্টমেন্টেই।’

নিউজিল্যান্ড টিম এখন খুব ভালো ফর্মে আছে। টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। রিয়াদের কথা, ‘এ জিনিসগুলো মাথায় না এনে বরং আমরা আমাদের স্ট্রেন্থ এবং উইকনেসগুলোর দিকে ফোকাস করতে পারি, তাহলে আমাদের খেলার জন্যও ভালো হবে এবং আমি মনে করি আমাদের এগ্রেসিভ ক্রিকেট খেলার মনমানসিকতা থাকলে ইনশাআল্লাহ্ ভালো করব।’

মাহমুদউল্লাহ বলেন, ‘এসব উইকেটে বাউন্সটা বরাবরই থাকে। তো বাউন্স এবং গতিটা কেমন থাকে উইকেটে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তা এডজাস্ট করা খুবই ইম্পরট্যান্ট। সবসময় এটাই চেষ্টা করি এবং বাজে বলের ওয়েট করি।’

‘আমার কাছে মনে হয়, বেসিক ক্রিকেটটা ইম্পরট্যান্ট। বেসিক কাজগুলো যদি ঠিকমতো করতে পারি, তাহলে ইনশাআল্লাহ্ শেষ রেজাল্ট ভালো হবে।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর