chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে মশক নিধন শুরু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

সোমবার (৮ মার্চ) সকাল থেকে কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইলের তত্ত্বাবধানে এলাকার আরবান সদু রোড, মুরাদ চৌধুরী বাড়ি এবং মহেশ খালের কিছু অংশে পরিস্কার-পরিচ্ছন্ন কাজ শুরু করেন।

প্রায় ৫০ জন সেবক নিয়ে এই পরিচ্ছন্ন কাজ করতে গিয়ে তিনি বলেন, মশার উপদ্রবের কারণে মানুষ স্বস্তিতে ঘুমাতে পারছে না। এই মশা প্রজনন ক্ষেত্রগুলোতে মশার ঔষধ ছিটানো এবং পরিস্কার পরিচ্ছন্ন অবস্থা ধরে রাখতে তিনি কাজ করে যাচ্ছেন বলে জানান।

তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের বাসগৃহের ময়লাগুলো নির্দিষ্ট স্থানে রাখবেন। নালায় বা খালে কোন রকম ময়লা আবর্জনা ফেলবেন না। আর রাস্তা ও গলিতে যেখানে সংস্কার ও মেরামত প্রয়োজন সেখানে আমরা অবশ্যই সংস্কার ও মেরামতের কাজ করে দেব।

যেখানে সমস্যা হয় সে ব্যাপারে অবগত করার জন্য তিনি আহ্বান জানান।

তিনি বলেন, নগরীকে আবর্জনামুক্ত করা কাউন্সিলর বা মেয়র মহোদয়ের একার দায়িত্ব নয়। নগরীতে বসবাসকারী হিসেবে নিজেদেরও সে দায়িত্ব পালন করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন পরিচ্ছন্ন কর্মকর্তা প্রনব কুমার শর্মা, ফরিদ আহমদ ও ফরিদুল আলম।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর