chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বায়েজিদে ছাত্রলীগ নেতা খুন, আটক ৬

নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় ছাত্রলীগের এক নেতা খুনের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৮ মার্চ) সকালে চট্টলার খবরকে ৬ জন আটকের তথ্য নিশ্চিত করেছে বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার। তিনি বলেন, আটককের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে আটকদের নাম পরিচয় জানাতে পারেনি তিনি।

এর আগে রবিবার (৭ মার্চ) রাতে বায়েজিদের আরেফিন নগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ ইমন ওরুপে রনি (২৭) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়।
এলাকায় আধিপত্য নিয়ে গত এক বছর সময় ধরে ইমন রনির অনুসারীদের সাথে সোহেল গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে একাধিকবার তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছিল। রোববার রাত ৯টার দিকে ইমন রনি তার অনুসারীদের নিয়ে স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় সোহেল তার অনুসারীদের নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ইমন রাস্তায় পড়ে গেলে তাকে উপর্যুপরি কোপানো হয়।

পরে তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে আসলে সোহেলসহ অনুসারীরা পালিয়ে যায়। পরে ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমন পেশায় সিএনজি চালক হলেও সদ্য ঘোষিত বায়েজীদ থানা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মনোনীত হয়েছিলেন।
নিহতের স্বজনদের অভিযোগ এর আগেও বেশ কয়েকবার তারা থানায় অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পায়নি।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর