chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৭ মার্চ গুরুত্বপূর্ণ একটি মাইলফলক: খসরু

ডেস্ক নিউজ: ৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অনেকগুলো মাইলফলকের মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ রোববার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খসরু বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর পাকিস্তানের সামরিক জান্তারা ক্ষমতা হস্তান্তর না করায় বাংলাদেশে যে আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছিল, সেই আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে ৭ মার্চের জনসভা। আজকে যারা ক্ষমতায় আছেন, তারা কি সেই প্রেক্ষাপট ভুলে গেছেন?’

তিনি বলেন, ‘সেই প্রেক্ষাপট হচ্ছে গণতন্ত্রের প্রেক্ষাপট। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রেক্ষাপট। সুতরাং তাদের কি সেই অধিকার আছে ৭ মার্চ নিয়ে উচ্চকণ্ঠে কথা বলার? সেই অধিকার তাদের নেই, সেই মুখ তাদের নেই।’

খসরু বলেন, ‘৭ মার্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অনেকগুলো মাইলফলকের মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। মুক্তিযুদ্ধের অনেকগুলো মাইলফলক ধুলায় ঢেকে গেছে, সংস্কারের অভাবে ভেঙে-চুরে যাচ্ছে।

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে আমরা সেই মাইলফলকগুলোকে ধূলামুক্ত করতে চাই, সংস্কার করতে চাই, জাতির সামনে তুলে ধরতে হবে’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর