chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গামাটিতে আগুনে পুড়লো দোকানসহ অন্তত ২৫টি ঘর

ডেস্ক নিউজ : রাঙ্গামাটি সদরের একটি এলাকায় আগুনে পুড়ে নিঃশেষ হয়েছে দোকানসহ কমপক্ষে ২৫ টি বাড়ি।

শনিবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে রাঙ্গামাটি শহরের কাঁঠালতলী খাদ্য গোডাউনের পেছনের মসজিদ কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসীরা জানায়, দুপুরে একটি বাড়ির রান্নাঘরের চুলার আগুন থেকে এই আগুন ছড়িয়ে পড়ে। দ্রুতই আগুনের প্রভাব ছড়াতে শুরু করে চারপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দীর্ঘ প্রচেষ্টা শেষে এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ সময় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছেন বলে জানা গেছে।

এ দিকে স্থানীয়রা ধারণা, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ থেকে ২৫টি বসতবাড়ি পুড়ে কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রতন দাশ গণমাধ্যমকে জানান, কীভাবে আগুন লেগেছে তা এখনো বলা যাচ্ছে না। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ইনি/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর