chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে আগুনে পুড়ল ৩ বসতঘর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বেয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে ৩ বসতঘর। বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বোয়ালখালী পৌরসভার উত্তর গোমদণ্ডী ২নং ওয়ার্ডের হাবিলদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নুরুল আবেদীন জানান, আগুন লাগার খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আবুল হোসেন, নূর হোসেন ও আবুল কাশেমের বসত ঘর পুড়ে গেছে। আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...