chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডবলমুরিংয়ে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

ডেস্ক নিউজ:  নগরীর ডবলমুরিংয়ে ৪ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় চৌমুহনীর নিউ ষ্টার হোটেল থেকে তাদের  গ্রেফতার করা হয়। বিষয়টির গণমাধ্যমে নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

গ্রেফতারকৃতরা হলেন, মো. রাসেল (২৪) ও আল আমিন বাবু (২৪)। উভয়ের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

ওসি মহসীন বলেন, দুইজন বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলো।  বিষয়টি জানার পর ডবলমুরিং থানার এসআই শরীফ ক্রেতা সেজে তাদের সাথে দরদাম সেরে ইয়াবা নেও্যার উদ্দেশ্যে নিউ ষ্টার হোটেলের তৃতীয় তলায় ২০৭ নম্বর রুমে গেলে, সেখান থেকে রাসেলের কাছ থেকে আড়াই হাজার এবং বাবুর কাছ থেকে এক হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি মহসীন বলেন, রাসেল চট্টগ্রাম শহরের ১১ নম্বর রুটের বাসের চালকের সহকারি হিসেবে কাজ করে।  তার মা ও বাবা দুজনেই মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন।  তারা দুজনেই তিনটি করে মাদক মামলার আসামি।  মা বর্তমানে কারাগারে থাকলেও বাবা রয়েছেন পলাতক।

ইন/চখ

এই বিভাগের আরও খবর
Loading...