chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইভিএম ভাঙচুর মামলায় জামিন পেলেন ইসমাইল বালি

ডেস্ক নিউজ: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) গত নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালির জামিন মঞ্জুর করেছেন আদালত।

৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ ও ইভিএম মেশিন ভাঙচুরের মামলায় জামিন পেয়েছেন তিনি।

বুধবার (৩ মার্চ) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাকে জামিন দেন।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল বালির জামিনের বিরোধিতা করি। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

বুধবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মুহাম্মদ শাহজাহান বাদি হয়ে কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালিকে ১ নম্বর আসামি করা হয়।

এই বিভাগের আরও খবর