chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আমরা কখনও পিচ নিয়ে ভাবি না: কোহলি

খেলা ডেস্ক: ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের তৃতীয় ম্যচটি শেষ হয়েছে পৌনে দুই দিনে। আহমেদাবাদের স্পিন সহায়ক কন্ডিশনে দুই দলের ব্যাটসম্যানকেই দিতে হয়েছে কঠিন পরীক্ষা।

দুই দলের রান এবং ওভার খেলার অবস্থা দেখলেই স্পষ্ট, খুবই নিম্নমানের উইকেটে খেলা হয়েছে। তাইতো আহমেদাবাদের উইকেট নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনসহ বিশ্বের অনেক তারকা ক্রিকেটার।

ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলাবলি করছেন, নিউজিল্যান্ডের সঙ্গে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্যই হয়তো এমন বাজে পিচ তৈরি করেছে ভারত।

পিচ নিয়ে এমন সমালোচনার জবাবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, পিচ ও গোলাপি বল নিয়ে বেশি সমালোচনা হচ্ছে। মাঠে টেস্ট জেতার জন্য নামা উচিত নাকি পাঁচ দিন ধরে খেলার জন্য নামা উচিত?

‘দল হিসেবে আমাদের সাফল্যের কারণ হচ্ছে আমরা কখনও পিচ নিয়ে ভাবি না। পিচ নিয়ে আমরা কখনই কথা বলি না। ‘

কোহলি আরও বলেন, আমরা সব জায়গাতেই উন্নতি করার চেষ্টা করেছি। আমরা যখন নিউজিল্যান্ডের মাঠে গিয়ে টেস্ট ম্যাচে তিন দিনে হেরে যাই তখন কেউ পিচ নিয়ে কোনো কথা বলে না, সবাই তখন ভারতের খারাপ ব্যাটিং নিয়েই কথা বলে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর