chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বায়েজিদে গৃহবধূ হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার রৌফাবাদে এক গৃহবধূ হত্যায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ বুধবার (০৩ মার্চ) অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত বুধবার দুপুরে এই দণ্ডাদেশ দেয়।

দণ্ডিত চার আসামি হলেন- চট্টগ্রামের ফটিকছড়ি সমিতির হাট ইউনিয়নের সাদেক নগরীর মো. ইয়াছিন, হাটহাজারীর পূর্ব মেখল গ্রামের মো. মনসুর, একই এলাকার তৈয়ব প্রকাশ রানা ও সৈয়দুর রহমান বাড়ির মো. ইসহাক। ইয়াছিন ছাড়া বাকি তিন আসামি পলাতক।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নোমান চৌধুরী।

২০১৬ সালের ৩ মার্চ রাত সাড়ে ৯টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ বাংলাদেশ কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে নিজ বাসায় হত্যা করা হয় পারভীন আক্তারকে।

এ ঘটনায় পারভীনের স্বামী নুরুল আলম বায়েজিদ থানায় মামলা করেন। ২০১৭ সালের ৫ মার্চ ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালত ১৫ জনের সাক্ষ্য নিয়ে এ রায় দিয়েছে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর