chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাটকল শ্রমিকদের বিজেএমসির কার্যালয় ঘেরাও কর্মসূচি

ডেস্ক নিউজবকেয়া পরিশোধ, বন্ধ পাটকল চালুসহ ৬ দফা দাবিতে চট্টগ্রামে বিজেএমসির আঞ্চলিক কার্যালয় ঘেরাও কর্মসূচি  করেছে পাটকল রক্ষায় শ্রমিক কৃষক-ছাত্র-ঐক্য চট্টগ্রাম।

বুধবার (৩ মার্চ) দুপুর ১২টায় এ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।

৬ দফাদাবির মধ্যে রয়েছে..

অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় বন্ধ সকল পাটকল চালু ও পিপিপি-লিজ না দেওয়া, বদলি শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধ করা, ২০১৯ সালে সকল বকেয়া সপ্তাহ পরিশোধ করা, বদলি শ্রমিকদের লকডাউনে আটকে যাওয়া মজুরি পরিশোধ করা, অবসায়নকৃত বদলি শ্রমিকদের নোটিশ পে-মজুরি পরিশাধ করা, শ্রমিক নেতা রুহুল আমিনের নিঃশর্ত মুক্তি এবং পাটকল নেতাদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করা।

চট্টগ্রামে বিজেএমসির আঞ্চলিক কার্যালয় ঘেরাও, স্মারকলিপি প্রদান
৬ দফা দাবি নিয়ে চট্টগ্রামে বিজেএমসির আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেছে পাটকল রক্ষায় শ্রমিক কৃষক-ছাত্র-ঐক্য চট্টগ্রাম। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী

এছাড়া পাটকল রক্ষায় শ্রমিক কৃষক-ছাত্র-ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বিজেএমসি আঞ্চলিক কর্মকর্তাকে একটি স্মারকলিপিও প্রদান করেন।

ইনি/চখ/নচ

এই বিভাগের আরও খবর
Loading...