chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চন্দনাইশে অবৈধ ইটভাটা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : চন্দনাইশ উপজেলায় ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে ২টি অবৈধ ইট-ভাটা চট্টগ্রাম জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালিত করে ইটভাটা গুড়িয়ে দেন।

ইটভাটা গুলো দুটি হলো, বি.বি.সি ও এম.এইচ.ইউ। এসময় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নুর হাসান সজীব, নমুনা সংগ্রহকারী চন্দন বিশ্বাস, র্যাব-৭ ও চন্দনাইশ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে অভিযান পরিচালনকারী ম্যাজিষ্ট্রেট গালিব চৌধুরীরর সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রামে অবৈধ ইটভাটা পর্যায়ক্রমে গুড়িয়ে দেওয়া হবে।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর