chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারে ছিনতাইয়ের অভিযোগে ৩ পুলিশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে তিন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এক নারীর পথ আটকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, এসআই নুর হুদা ছিদ্দিকী এবং দুই কনস্টেবল আমিনুল মমিন ও মামুন মোল্লা।

জানা যায়, গতকাল সোমবার (১ মার্চ) সন্ধ্যার দিকে কক্সবাজার শহরের মধ্যম কুতুবদিয়া পাড়া এলাকায় ওই নারী ছিনতাইয়ের শিকার হন। পরে অভিযোগ পেয়ে সদর থানা পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।

ছিনতাইয়ের শিকার নারী রোজিনা খাতুন কক্সবাজার পৌরসভার মধ্যম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা রিয়াজ আহমেদের স্ত্রী।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির উদ্দিন গিয়াস বলেন, ব্যাগে তিন লাখ টাকা নিয়ে ওই নারী বাসায় ফেরার পথে সাদা পোশাকে থাকা তিন পুলিশ সদস্য তার পথ আটকান। তার কাছ থেকে ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যাগ কেড়ে নেন।

বিষয়টি দেখে স্থানীয়রা একজনকে আটকে রেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও দুজনকে আটক করা হয়।

আটক তিনজনের বিরুদ্ধে ছিনতাইয়ের শিকার নারী বাদি হয়ে মামলা করেছেন। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর