chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় যুক্তরাষ্ট্রে আল জাজিরার বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ: বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে প্রতিবেদন প্রচার করায় কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে মামলা করা হয়েছে।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এবং বঙ্গবন্ধু কমিশনের পক্ষে ডক্টর রাব্বী আলম, শেরে আলম এবং রিজভী আলম ফেডারেল আদালতের সিক্স সার্কিট কোর্টের আন্ডারে মিশিগান অঙ্গরাজ্যের কোর্টে এই মামলা করেন।

মামলার আর্জিতে বলা হয়, ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্রে অসত্য এবং বানোয়াট তথ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে।

মামলার বিবাদীরা হলেন আল জাজিরা ইংলিশ, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কস, ডেভিড বার্গম্যান, দেলোয়ার হোসেন, জুলকারনাইন সায়ের, কনক সারোয়ার ও ইলিয়াস হোসেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর