chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টিকা নিলেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক: করোনার টিকা নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে নগরীর সদরঘাটস্থ সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে টিকা নেন তিনি।

হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আখতার চৌধুরীর উপস্থিতিতে মেয়র রেজাউল করিমকে টিকা প্রদান করেন হাসপাতাল মেডিকেল টেকনোলজিস্ট আশীষ বর্ধন।

টিকা গ্রহণ শেষে চসিক মেয়র বলেন, আমি নগরের অভিভাবক হিসেবে ভ্যাকসিন গ্রহণ করেছি, আপনারাও নিয়ম মেনে টিকা নিন। বিশ্বের বিভিন্ন ক্ষমতাধর রাষ্ট্র যেখানে এখনো ভ্যাকসিন পাইনি সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তায় বাংলাদেশ ভ্যাকসিন পেয়েছে যা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।

এ সময় করোনা ভ্যাকসিন নিয়ে গুজবে কান না দেওয়ারও আহবান জানিয়ে মেয়র বলেন,টিকা নিয়ে কোন গুজবে কান দিবেন না। যারা গুজব ছড়াচ্ছে তারাও নিয়মিত টিকা নিচ্ছেন।

সাবেক মেয়র মহিউদ্দন চৌধুরীর সময়কালে স্বাস্থ্য বিভাগের জৌলুসপুর্ণ সময় ছিলো উল্লেখ করে মেয়র বলেন, স্বাস্থ্য বিভাগের হারানো জৌলুস ফিরিয়ে আনা হবে।

মেয়রের ভ্যাকসিন গ্রহণ শেষে চসিক স্বাস্থ্য কর্মকতাদের সাথে করোনা ভ্যাকসিন প্রদানের বিষয়ে মতবিনিময় করেন মেয়র ও জেলা সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি।

উলেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রথম ধাপে ১ লাখ ৪৪ হাজার ভ্যাকসিন পাওয়ার পর সম্প্রতি আরো ৯০ হাজার ভ্যাকসিন যোগ হলো কর্পোরেশনের স্বাস্থ্যবিভাগে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর