chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিএমপিতে ৮ কর্মকর্তার রদবদল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) ৮ কর্মকর্তার রদবদল হয়েছে। বিশেষ শাখার উপ-কমিশনার আব্দুল ওয়ারিশকেও বদলি করা হয়েছে।

সোমবার (১ মার্চ) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ সংক্রান্ত আদেশ দেন।

সিএমপি সূত্রে জানা গেছে, সিএমপিতে নিযুক্ত নতুন উপ-কমিশনার জসিম উদ্দীন পিওএম (বন্দর ও উত্তর) উত্তর পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। পূর্বে এই পদে নিযুক্ত থাকা শাকিলা সোলতানাকে ট্রাফিক (বন্দর) পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক (বন্দর) পদে কর্মরত থাকা তারেক আহম্মেদ ট্রাফিক (পশ্চিম) বিভাগে আর ট্রাফিক (পশ্চিম) বিভাগের ডিসি জয়নুল আবেদীনকে উপ কমিশনার ক্রাইম পদে পদায়ন করা হয়।

এতদিন এম এন নাসিরুদ্দীন ডিসি ক্রাইম পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, বর্তমানে তাকে ট্রাফিক দক্ষিণ বিভাগে এবং সিএমপির পশ্চিম বিভাগের ডিসি ফারুক উল হক কে ডিবি (পশ্চিম ও বন্দর) বিভাগে বদলি করা হয়। একই পদে দায়িত্ব পালন করে আসা মনজুর মোরশেদকে সিটি এসবির ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে দীর্ঘদিন ধরে সিটি এসবির দায়িত্ব পালন করা আব্দুল ওয়ারিশকে সিএমপির পশ্চিম জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।

ইনি/চখ/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...