chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘ভাসানচরে রোহিঙ্গারা ভালো আছেন’

নিজস্ব প্রতিবেদক: ভাসানচরে রোহিঙ্গারা বেশ ভালো ও স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করছেন বলে জানিয়েছেন নৌ বাহিনীর এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক।

আজ সোমবার (১লা মার্চ) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাত করতে এলে মেয়রের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে এরিয়া কমান্ডার চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এসে পৌঁছালে মেয়র তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ও ফুল দিয়ে বরণ করে নেন। এসময় পারস্পরিক কুশল বিনিময়ের পর নৌ এরিয়া কমান্ডার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন ও সেবামূলক কাজে প্রাতিষ্ঠানিকভাবে তাদের কোন সহায়তার প্রয়োজন হলে তা করার ইচ্ছা পোষন করলে মেয়র এতে সম্মতি প্রকাশ করেন।

রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি খাল-নালাগুলো পরিস্কারে কোন পদক্ষেপ নেয়া হবে কিনা তা জানার আগ্রহ প্রকাশ করলে মেয়র শিঘ্রই ময়লা আবর্জনা ভরে যাওয়া খাল পরিস্কারের কাজ শুরু করা হবে বলে জানান।

পরে নৌ এরিয়া কমান্ডার নব নির্বাচিত মেয়রকে নৌ ভ্রমনের আমন্ত্রনও জানান।

বৈঠককালে কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর