chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কামাল হত্যা মামলায় কারাগারে ফটিকছড়ি আ.লীগ নেতা বাকের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মুহাম্মদ বাকেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১ মার্চ) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদেশে ফটিকছড়ির নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, কামাল হত্যা মামলার প্রধান আসামি সৈয়দ মুহাম্মদ বাকের এতোদিন উচ্চ আদালতে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে গতকাল রবিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য সোমবার (১ মার্চ ) দিন ধার্য করেন আদালত। আজ সৈয়দ মুহাম্মদ বাকের জামিন আবেদনটি নাকচ করে দেন বিচারক। এরপর তাকে কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ।

উল্লেখ্য, ২০২০ সালের ১১ জুন রাতে নানুপুর বাজারে মাজার গেইটের সামনে মুখোশধারী দুষ্কৃতিকারীরা অতর্কিত গুলি চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামালকে হত্যা করে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটে বলে তখন পুলিশ জানায়।

এ ঘটনায় রাশেদ কামালের মা জাহানারা বেগম বাদী হয়ে সৈয়দ মুহাম্মদ বাকেরসহ ছয়জনের নাম উল্লেখ করে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর