chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শুরু হল অগ্নিঝরা মার্চ

ডেস্ক নিউজ: মার্চ মানে গৌরবের একটি মাস, স্বাধীনতার মাস। আজ সেই মার্চের প্রথম দিন।

১৯৭১ সালের ১লা মার্চ বাঙালির ধারাবাহিক স্বাধীনতা সংগ্রামের শেষ ধাপের প্রতিরোধের শুরু। এদিন দুপুর ১টায় পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান হঠ্যাৎ এক বেতার ভাষণে ৩রা মার্চের জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেন। ইয়াহিয়ার এই ঘোষণা তত্কালীন পূর্ব পাকিস্তানের গোটা জনপদকে ক্ষিপ্ত করে তোলে।

বিক্ষুব্ধ হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেন ঢাকার মতিঝিলের হোটেল পূর্বাণীর সামনে। সেখানে আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক করছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৯৭১ এর ৭ই মার্চ সাবেক রেসর্কোস ময়দান- আজকের সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া এই ঐতিহাসিক ভাষণের সময় মুহুর্মুহু গর্জনে উত্তাল ছিল জনসমুদ্র। লক্ষ কন্ঠের একই আওয়াজ উচ্চারতি হতে থাকে দেশের এ প্রান্ত থেকে অপর প্রান্তে। ঢাকাসহ গোটা দেশে পত পত করে উড়ছিল সবুজ জমিনের উপর লাল সূর্যের পতাকা।

চূড়ান্ত সংগ্রাম ঘোষণার অপেক্ষায় থাকা স্বাধীনতাকামী বিক্ষুব্ধ মানুষের মুখে তখন দৃঢ় ভাবে উচ্চারিত হতে থাকে ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’-এই স্লোগান।

নচ/চখ

এই বিভাগের আরও খবর