chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফুটবলকে সোনালি অতীতে ফিরিয়ে নেওয়া যাবে: নাছির

ডেস্ক নিউজ: সময়োপযোগী উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে ফুটবলকে আবার তার সোনালি অতীতে ফিরিয়ে নেওয়া যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন

আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) কুয়াইশ বুড়িশ্চর সম্মিলন উচ্চ বিদ্যালয় মাঠে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আ জ ম নাছির বলেন, একসময় দেশে ফুটবলের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। হাটে মাঠে সবখানে চলত ফুটবল নিয়ে আলোচনা।

‘সময়ের আবর্তে সেই জনপ্রিয়তা কিছুটা ম্লান হয়ে গেলেও এখনো ফুটবল বলতে মানুষের মনে ভিন্ন অনুভূতি কাজ করে। জনমানুষের মনে ফুটবলের জনপ্রিয়তা এখনো আকাশচুম্বী।’

তিনি বলেন, জেলার প্রান্তিক পর্যায়ে ফুটবল খেলোয়াড় তৈরির জন্য বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। প্রান্তিক পর্যায়ে পর্যাপ্ত মাঠ ও খেলার পরিবেশ ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগে কাজ চলছে। আমাদেরকে এ উদ্যোগ বাস্তবায়নে একাত্ম হতে হবে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর