chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভাটিয়ারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল দশম শ্রেণীর ছাত্রী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দশম শ্রেণীর এক ছাত্রী।

রবিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে আটটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা ঘাতক বাস ও চালককে আটক করেছে।

নিহত শিক্ষার্থীর নাম শামস তাহিয়াত মৌনতা (১৫)। সে বাংলাদেশ মেলিটারী একাডেমী স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী। বাঁশবাড়িয়া-সন্দ্বীপ ফেরী ঘাটের ম্যানেজার সেলিম উল্লা ও সোনাইছড়িস্থ রাজা কাসেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তারের মেয়ে বলে জানা গেছে।

জানা যায়, মৌনতা প্রাইভেট পড়ে কাসেম জুট মিলসস্থ ওয়ান ব্যাংক এলাকায় নিজ বাসায় যাওয়ার জন্য একটি গাড়িতে উঠার সময় পিছন দিক থেকে একটি মিনি বাস(১৭ নং গাড়ি) তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মক আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দুপুর পৌনে ১২ টার সময় তার মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মো. বাবুল মিয়া বলেন, দুর্ঘটনার পর আমরা জানতে পারি। মিনি বাসটি থানায় আটক আছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর