chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ক্রেতার অভাবে ৯০০ গরু মেরে ফেলবে স্পেন!

ডেস্ক নিউজ: জাহাজে থাকা ৯০০ গরু বিক্রি করার জন্য প্রায় দুই মাস ঘুরছে স্পেন। লম্বা সফরে ক্লান্ত হয়ে পড়েছে গরুগুলো। এখন এগুলোকে ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে দেয়ার সুযোগ নেই। অন্য কোনো দেশে পাঠানোরও উপযুক্ত নয় এগুলো। তাই এসব গরুকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি

কার্টাগেনা বন্দরে পরিদর্শন শেষে এ সিদ্ধান্ত জানায় সরকারের প্রতিনিধি দল।

তুরস্কে রফতানির উদ্দেশে ডিসেম্বরে কার্টাগেনা বন্দর থেকেই ৮৯৫টি গরু নিয়ে রওনা হয় ‘করিম আল্লাহ’ নামের জাহাজ। কিন্তু বোভিন ব্লু-টাং ভাইরাস আছে এমন শঙ্কায় গরু কিনতে অস্বীকৃতি জানায় তুরস্ক। তখন থেকেই ক্রেতার সন্ধানে ভূমধ্যসাগরে ভাসছে জাহাজটি।

কেউ কিনতে আগ্রহী না হওয়ায় গত সপ্তাহে স্পেনের বন্দরে ফেরত আসে গরুগুলো। এরপরই সবগুলো গরু মেরে ফেলার সিদ্ধান্ত নিলো স্পেন সরকার।

নচ/চখ

এই বিভাগের আরও খবর