chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পঞ্চম ধাপে পৌরসভার ভোট আগামীকাল

ডেস্ক নিউজ : পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌরসভার নির্বাচন। এ ধাপে অনুষ্ঠিত হবে ২৯ পৌরসভার নির্বাচন।

ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণা শেষ করেছে প্রার্থীরা। নির্বাচন উপলক্ষে সকল ধরণের প্রস্তুতি সেরে নিয়েছে । রবিবার সকাল ৮টা থেকে শুরু বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। পঞ্চম ধাপে সকল পৌরসভার নির্বাচনেই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলবে।

এ ধাপের নির্বাচনী লড়াইয়ে মেয়র পদে রয়েছেন ১০০ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে রয়েছেন এক হাজার ৩১৮ জন।

একইদিনে অনুষ্ঠিত হবে চার উপজেলার উপনির্বাচন। এদিকে হাইকোর্টের আদেশে যশোর পৌরসভা ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ভোট স্থগিত করা হয়েছে। একইদিনে পৌরসভা ও উপজেলা উপনির্বাচনের ভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক মাঠে থাকবে।

পঞ্চম দফায় ৩১ পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছিল। আগের ধাপের সৈয়দপুর পৌরসভা এসে এ ধাপে যুক্ত হয়েছে এবং চট্টগ্রামের রাউজান পৌরসভার ভোটে সব পদে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোটের প্রয়োজন হচ্ছে না। ফলে ২৯ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার।

ইনি/চখ/এএমএস

এই বিভাগের আরও খবর