chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিদ্যুৎ বড়ুয়াকে সম্মাননা দিচ্ছে ‘হেডলাইন্স ত্রিপুরা’

ডেস্ক নিউজ: চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়াকে সম্মাননা দিচ্ছে ভারতের একটি জনপ্রিয় পত্রিকা। করোনাকালে অবদান রাখায় এ সম্মাননা দিচ্ছে পত্রিকাটি।

ত্রিপুরা রাজ্যের বহুল প্রচারিত দৈনিক ‘হেডলাইন্স ত্রিপুরা’ আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারি) সোনারতরী হোটেলে দেশ-বিদেশের চিকিৎসকদের এ সম্মাননা জানাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিশেষ অতিথি থাকবেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শুভাকারানানন্দ।

কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডা. কুণাল সরকার, ডা. অরুণা তাঁতি, ডা. শুভজ্যোতি ভৌমিক, ভেলোরের চিকিৎসক দেবাশিস দত্ত, দিল্লি ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ডা. কিশলয় দত্ত, হরিয়ানার চিকিৎসক ডা. জয়া দেববর্মণ, লন্ডনের চিকিৎসক ডা. ডি গোলাটি, বাংলাদেশের চিকিৎসক ডা. বিদ্যুৎ বড়ুয়া ও ডা. তুষার মহম্মদ তালুকদার, আমেরিকার ড. পর্ণালী ধর চৌধুরী, ডা. প্রদীপ ভৌমিক, ডা. তপন মজুমদার ও ডা. সংগীতা চক্রবর্তীকে সম্মাননা জানানো হবে।

প্রসঙ্গত, ডা. বিদ্যুৎ বড়ুয়া ২০২০ সালের মার্চ-এপ্রিল মাসে করোনা সংক্রমণের শুরুতে মাত্র ১৫ দিনে বেসরকারি উদ্যোগে প্রথম করোনা বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর