chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবির চলমান পরীক্ষাও স্থগিত হচ্ছে

ডেস্ক নিউজ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষাসমূহ স্থগিত করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পর এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান।

প্রসঙ্গত, এর আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরের পর ২৪ মে থেকে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আবারও শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তার আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলবে।

তবে হলের ওঠার আগেই আবাসিক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নিতে হবে। আর খোলার আগে কোনো পরীক্ষা হবে না। যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষা ও হল খোলার ঘোষণা দিয়েছিল সেই সিদ্ধান্তও বাতিল হবে। অবশ্য অনলাইনে ক্লাস চলবে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর