chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঢাবি অধিভুক্ত সাত কলেজের পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার

ডেস্ক নিউজ : ঢাবির অধিভুক্ত সাতটি সরকারি কলেজের চলমান ও ঘোষিত পরীক্ষা শর্তসাপেক্ষে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের অধ্যক্ষবৃন্দের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ২৪ মে দেশের সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গুলো খুলে দেওয়া হবে পাঠদানের জন্য। আর বিশ্ববিদ্যালয়ের হল খোলা হবে ১৭ই মে।

শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পরদিন-ই তথা মঙ্গলবার সন্ধ্যায় ঢাবি অধিভুক্ত সাত সরকারি কলেজের পরীক্ষা স্থগিতাদেশ দেওয়া হয়।

পরীক্ষা স্থগিতাদেশের প্রেক্ষিতে, সাত কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে আন্দোলনে নামেন। এরপরই আজ শর্তসাপেক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত এলো।

সাত সরকারি কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, সাত কলেজের চলমান পরীক্ষাগুলো অব্যাহত থাকবে। গতকাল এবং আজকের পরীক্ষাগুলোর তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

ইনি/চখ/এএমএস

এই বিভাগের আরও খবর