chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাউকে জোর করে সিরিজ বা টুর্নামেন্ট খেলাবে না বিসিবি

খেলা ডেস্ক: জাতীয় দলের খেলা বাদ দিয়ে সাকিবের আইপিএল খেলতে চাওয়ার সিদ্ধান্তকে ভালোভাবে নেননি টাইগার ভক্তরা। যেটা নিয়ে বিতর্ক এখন চরমে। বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়াই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বাংলাদেশকে, বিষয়টা বোর্ড কর্তারা কিভাবে দেখছেন?

খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনই দিলেন এমন কৌতুহলী প্রশ্নের জবাব। আজ (সোমবার) ছিল বিসিবির বোর্ড সভা, তারপর গণমাধ্যমের সামনে সাকিব ইস্যুতে নানা কথা বলেছেন বোর্ড সভাপতি।

শোনা যাচ্ছিল, টেস্ট ফরমেটের চুক্তি থেকে বাদ পড়তে পারেন সাকিব। যে সিদ্ধান্ত হতে পারে বিসিবির পরিচালকদের নিয়ে করা বৈঠকে। তবে সভা শেষে পাপন জানালেন, ‘না, সাকিবের চুক্তি নিয়ে কোনো আলাপ-আলোচনা হয়নি।’

তবে সাকিবের হঠাৎ নেয়া এমন সিদ্ধান্তে বোর্ড যে খুব একটা খুশি নেই, সেটি পরিষ্কার ভাষায়ই জানিয়ে দিয়েছেন পাপন। হুটহাট ছুটি নেয়া, নিজেদের ইচ্ছেমত চলা। প্রশ্ন ছিল, বোর্ড ক্রিকেটারদের কাছে জিম্মি হয়ে যাচ্ছে কি না? জবাবে পাপন বলেন, ‘এটা একেবারে অস্বীকার করার পথ নেই । তবে এটা এর আগেও যে হয়নি তা না।’

তবে কেউ যদি কোনো ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে চায়, তাদের ব্যাপারে বোর্ডের চিন্তাধারা ও সিদ্ধান্ত খুব পরিষ্কার। এখন থেকে বোর্ড কাউকে জোর করে দেশের কোনো সিরিজ বা টুর্নামেন্টে খেলাবে না। কোনো সফরে যেতে বাধ্যও করবে না।

পাপন বলেন, ‘এখন একটা ব্যাপারে আমাদের ধারণা পরিষ্কার। আমরা কাউকে জোর করে কোথাও পাঠাবো না। যারা খেলতে চায় না, তারা খেলবে না। আমরা চাই, সবাই খেলুক। তবে কারো যদি জাতীয় দলের চাইতে অন্য কোথাও খেলতে ভালো লাগে, তাহলে তারা যেতে পারে, কোনো বাধা নেই। এই বার্তাটা সবার জন্য, কেবল সাকিব আল হাসানের জন্য না।’

তবে সবাইকে খেলার ব্যাপারে স্বাধীনতা দিলেও বিসিবি সভাপতি একটি তাৎপর্যপূর্ণ কথাও বলেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, বোর্ড আগামীতে ক্রিকেটারদের সাথে অনেক বুঝে চুক্তি করবে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর