chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২২ জুন থেকে শুরু

ডেস্ক নিউজ: আগামী ২২ জুন থেকে শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক (সম্মান) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। লবে ৮ জুলাই পর্যন্ত।

সোমবার ( ২২ ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চবির প্রথম বর্ষে ভর্তি নিয়ে ডিন’স কমিটির চতুর্থ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রথম ধাপে আগামী ২২ থেকে ২৪ জুন ভর্তি পরীক্ষা চলবে। দ্বিতীয় ধাপে ভর্তি পরীক্ষা চলবে ২৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত।

তৃতীয় ধাপে ৫ জুলাই থেকে শুরু হয়ে ৮ জুলাই পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা। কোন তারিখে কোন ইউনিটের পরীক্ষা হবে তা কিছুদিন পর জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য যে, চবিতে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। গত বছর ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটে ভাগ করে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হন। আসন প্রতি আবেদন করেছিলেন ৫২ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা দুই শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই নেয়া হয়েছিল।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর