chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলির শিকলবাহায় আগুনে পুড়ল ৯ বসতঘর

ডেস্ক নিউজ: চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার শিকলবাহায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে ৯টি বসতঘর।

আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার সময় উপজেলার শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ডের জামালপাড়া নয়া পুকুর পাড় এলাকায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, রবিবার বিকেলে একটি সেমিপাকা ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তা মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

পরে বিকেল ৪টার দিকে লামারবাজার ফায়ার স্টেশন থেকে দুইটি গাড়ি ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই ৫টি কাঁচা বসতঘর ও ৪টি সেমি পাকাঘর আগুনে ভস্মিভূত হয়।

আগুনে ক্ষয়ক্ষতির খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা ও উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী।

তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে নগদ সাড়ে ৩ হাজার টাকা, ৩টি করে কম্বল ও এক বান্ডিল টিন সহায়তা দেওয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। তাছাড়া কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনির পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে কম্বল দেওয়া হয়।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর