chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম ওয়াসার উদ্যাগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারী কর্মসূচীর আওতায় চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ  করা হয়।

কর্মসূচীর মধ্যে  ছিল সূর্য্যোদয়ের সাথে সাথে প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরীসহ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ৯ টায় প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক  মাতৃভাষা  দিবসের উপর আলোচনা সভা।

সভায় পবিত্র কোরআন তেলওয়াত ও ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় চট্টগ্রাম ওয়াসার উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রমিক  সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনাকালে বক্তারা মহান শহীদ দিবসের বিভিন্ন তাৎপর্যপূর্ণ দিক  তুলে ধরেন।

জনসংযোগ কর্মকর্তা কাজী নূরজাহান শীলা এর  সঞ্চালনায় উক্ত সভায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/ অর্থ), সচিব,বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী এবং সর্বস্তরের কর্মকর্তা ও  কর্মচারী  উপস্থিত ছিলেন।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর