chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে টিকা নিলেন দেড় লক্ষাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের সপ্তম দিনে (বৃহস্পতিবার) টিকা নিয়েছেন ২১ হাজার ৫২৮ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ১০ হাজার ৯৬২ জন এবং উপজেলায় ১০ হাজার ৫৬৬ জন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, এ পর্যন্ত এক লাখ ৫১ হাজার ৬৪২ জন করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন।

উল্লেখ্য, সারাদেশের পাশাপাশি গত ৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদান চট্টগ্রামেও শুরু হয়েছে। প্রথম দিন মহানগর ও উপজেলা মিলিয়ে মোট ১ হাজার ৯০ জনকে টিকা দেয়া হয় চট্টগ্রামে। দ্বিতীয় দিন দেয়া হয় ২ হাজার ৬৭৮ জনকে। তৃতীয় দিন একদিনে টিকাগ্রহীতার সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায়। সে হিসেবে প্রথম তিনদিনে চট্টগ্রামের প্রায় ১০ হাজার (৯ হাজার ৮২৭ জন) মানুষ করোনার টিকা নেন। চতুর্থ দিন একদিনেই টিকা নেন ১০ হাজার মানুষ। এরপর থেকে দৈনিক প্রায় ২০ হাজার মানুষ করোনার টিকা নিচ্ছেন চট্টগ্রামে।

এসএএস/নচ/

এই বিভাগের আরও খবর