chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আমাকে যে ভ্যাকসিন দেওয়া হলো, বুঝতেই পারিনি: তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ: করোনার ভ্যাকসিন নেওয়ার অনুভূতি সম্পর্কে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমি তো ডায়াবেটিক রোগী। প্রতিদিন ইনসুলিন দিতে হয় সকালে। ইনসুলিন নেওয়ার সময় কিছুটা অনুভব হয় যে আমি ইনসুলিন নিচ্ছি।

তিনি বলেন, ‘আজ ভ্যাকসিন নেওয়ার সময় সেটিও অনুভূত হয়নি। এতে মনে হচ্ছে আমাদের যারা ভ্যাকসিন দিচ্ছেন, তারা অনেক দক্ষ। আমাকে যে ভ্যাকসিন দেওয়া হলো, আমি বুঝতেই পারিনি।’

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে ভ্যাকসিন নেওয়ার পরে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান ও ক্লিনিকের সিভিল সার্জন ইলিয়াছ আলী এসময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথমত বিএনপির যেসব নেতারা টিকা নিয়েছেন বা নেওয়ার পক্ষে কথা বলছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। যেসব দায়িত্বশীল নেতারা এই টিকা নিয়ে অপপ্রচার চালিয়েছিলেন, তাদের জন্য লজ্জা হচ্ছে।

‘কারণ তাদের চালানো অপপ্রচারে এটিই প্রমাণ হয় যে তারা সবসময় দেশের মধ্যে গুজব রটনা করে মানুষকে বিভ্রান্ত করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যেই অপপ্রচার চালায়।’

তিনি বলেন, ভ্যাকসিন নিতে মানুষের এত ব্যাপক উৎসাহ যে সেটিকে সামাল দিতে সরকারকে আরও ব্যাপক প্রস্তুতি ও নানা ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে। এতে তাদের চেহারাটা চুপসে গেছে, লজ্জা হচ্ছে।

‘আমি তাদেরকে বলব, লজ্জা না পেয়ে আপনারাও ভ্যাকসিন নিন। সরকার সবার সুরক্ষা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। বিরোধী দলের যারা আমাদের কড়া সমালোচনা প্রতিদিন করেন, করেছেন, ভ্যাকসিন নিয়ে তাদেরও আমরাও সুরক্ষা দিতে চাই।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর