chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাউজান, রাঙ্গুনিয়া ও লোহাগাড়ায় ৮ ইটভাটা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৮টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে প্রশাসন। রাউজান, রাঙ্গুনিয়া ও লোহাগাড়া উপজেলায় এসব ইটভাটা উচ্ছেদ করা হয়।

আজ (মঙ্গলবার) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক জমির উদ্দিন।

ইটভাটাগুলো হলো- রাঙ্গুনিয়ার শাহ আমানত ব্রিকস ও খাজা ব্রিকস, রাউজানের মদিনা ব্রিকস ও এসবিএল ব্রিকস এবং লোহাগাড়ার শাহপীর ব্রিকস, চুনতি ব্রিকস, মদিনা অটো ব্রিকস ও আখতারাবাদ কালু ব্রিকস।

অভিযানে ৮টি অবৈধ ইটভাটা চিমনীসহ গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। কাঁচা ইট ও ইট তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়।

রাঙ্গুনিয়া উপজেলায় অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন, রাউজান উপজেলায় নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ও লোহাগাড়া উপজেলায় নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর