chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশের উপকার হলে পদত্যাগ করতে প্রস্তুত: ইসি মাহবুব

ডেস্ক নিউজ: দেশের উপকার হলে যেকোনো সময় পদত্যাগ করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান ।

এক সাংবাদিক মাহবুব তালুকদারকে প্রশ্ন করেন, রাষ্ট্রপতির কাছে দেশের বিশিষ্ট ৪২ নাগরিক আবেদন করেছেন, সুপ্রিম জুডিশিয়াল গঠন করে আপনাদের বিষয়ে তদন্ত করার জন্য। আর আপনাদের কাছে তারা আহ্বান জানিয়েছেন, এই অবস্থায় আপনাদেরকে পদ থেকে সরে যাওয়ার জন্য।

এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো একটা প্রসেসের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার হয়েছি। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি আমাদের ব্যাপারে গঠিত হয়, তাহলে আমাদের তো কোনো বক্তব্য নেই।’

মাহবুব তালুকদার বলেন, ‘দাবি যদি করে থাকেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে পদত্যাগ করলে যদি লাভ হয়, দেশের যদি কোনো উপকার হয়, তাহলে আমি যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে প্রস্তুত।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর