chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাউজানে আগুনে পুড়লো তেলের দোকান

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের রাউজান উপজেলা সদরের আদালত ভবন সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় একটি তেলের দোকান পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থ দোকান মালিক।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাউজান উপজেলা সদর শহীদ জাফর সড়কের সুলতানপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মাঝামাঝি স্থানে শওকত গণির তেলের দোকানে আগুনের ঘটনাটি ঘটে।

আগুন লাগার খবর ফায়ার সার্ভিসকে জানানো হলেও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছাতে প্রায় আধা ঘণ্টা দেরি করার ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় আ.লীগ নেতারা।

আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় আ.লীগ নেতা মাওলানা এনাম জানান, আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে আসে।

প্রায় ৩০ মিনিট পর রাউজান ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শওকত গণি চৌধুরী।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে আসেন রাউজান পৌরসভার নব নির্বাচিত মেয়র জমির উদ্দীন পারভেজ ও রাউজান থানার পুলিশ।

চখ/আরএস/এএমএস

এই বিভাগের আরও খবর