chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক: নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

একই সাথে অভিযোগের বিষয়ে দুদক কী ব্যবস্থা নিয়েছে তা জানাতে বলা হয়েছে।

জানা যায়, গত বছরের ১১ সেপ্টেম্বর হাসান আলী নামের এক ব্যক্তি চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বরাবর অভিযোগ করেন। সেই অভিযোগ আলোর মুখ না দেখায় তিনি ২০ সেপ্টেম্বর আদালতে রিট করেন।

আদালতে ওই দিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইকরাম উদ্দিন খান চৌধুরী। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. নওশের আলী মোল্লা। এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।

দুদকের আইনজীবী মো. নওশের আলী মোল্লা জানান, আদালতের মৌখিক আদেশ জানিয়ে ইতোমধ্যে দুদকের প্রধান কার্যালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর