chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে ডিটারজেন্ট উৎপাদনের কারখানা সিলগালা

নিজস্ব প্রতিবেদক: হাটহাজারীতে একটি ডিটারজেন্ট পাউডার প্রস্তুতের অনুমোদন নিয়ে SAFELY Ges SAFELY XL নামে আরো দুইটি অনুমোদনহীন ডিটারজেন্ট পাউডার উৎপাদন ও বাজারজাত করে আসছেন মো. মহিবুল্লাহ। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা গিয়ে এ তথ্যটির সত্যতা খুঁজে পান উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। মেসার্স জনতা এন্টারপ্রাইজ, ফটিকা, হাটহাজারী, সিএম লাইসেন্স নং-৫১৪০/জি-০৮/২০২০ এর অনুকূলে জনতা ব্র্যান্ড নামে একটি প্রতিষ্ঠানের অনুমোদন নিয়েছিলেন তিনি।

বুধবার দুপুরে আদালতকালে পরিচালনাকালে প্রস্তুতকারক জানায়, নবম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছেন। ডিটারজেন্ট প্রস্তুতের বিষয়ে তিনি কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি। দক্ষতা সংক্রান্ত কোনো কাগজপত্রও নেই তার কাছে।

অকপটে স্বীকার করেন কেউ তাকে যেকোনো ব্র্যান্ডের মোড়ক দিলে তিনি ডিটারজেন্ট বানিয়ে দেন।

নির্বাহী অফিসার বলেন, অনুমোদনকারী ডিটারজেন্ট জব্দ করা হয়েছে। কারখানা সিলগালার পাশাপাশি লাইসেন্স বাতিলের জন্য বিএসটিআইকে চিঠি দেয়া হয়েছে।

আরএস/এমআই