chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে মালেয়শিয়ান জাহাজে ডাকাতির চেষ্টা, আটক ৯

চট্টগ্রাম ডেস্ক : বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে মালেয়শিয়ান একটি জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

আজ মঙ্গলবার সকাল ৯টার সময় বঙ্গোপসাগরের পতেঙ্গা সমুদ্র সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে মোবাইল, দুটি হোজ পাইপসহ নগদ টাকা উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মো. মোজাম্মেল হক (৪০), মো. আব্দুল মালেক (৩৫), মো. হেলাল (২০), মো. হোসাইন (৩২), মো. জাহাঙ্গীর আলম (৩৬),মো. বেলাল (২৬), মো. আরিফ (২২), মো. শাহাবউদ্দিন (২৭) ও মো. ইসমাইল (২৬)। আটককৃতরা সকলেই চট্টগ্রামের আনোয়ারা থানাধীন গহিরা গ্রামের বাসিন্দা বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।

তথ্যটি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক। তিনি বলেন, কোস্ট গার্ডের কাছে সাহায্য চেয়ে আজ সকালে একটি আবেদন আসে। বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে মালয়েশিয়ান পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ থেকে আবেদনটি করা হয়।

পরে কোস্টগার্ড জাহাজ দ্রুততার সাথে ঘটনাস্থলে গিয়ে ডাকাতির প্রস্তুতিকালেই ৯ জনকে আটক করতে সক্ষম হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

আটক ডাকাতদের উদ্ধারকৃত মালামালসহ নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কমান্ডার আমিরুল হক।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর