chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে নিউজিল্যান্ড

ডেস্ক নিউজ: মিয়ানমারের সঙ্গে রাজনৈতিক ও সামরিক-সহ গুরুত্বপূর্ণ সব পর্যায়ের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল নিউজিল্যান্ড। মঙ্গলবার দ্বীপরাষ্ট্রটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন এমন তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মিয়ানমারের সঙ্গে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক পর্যায়ের সম্পর্ক থাকবে না। একই সঙ্গে সাহায্য বন্ধসহ সামনের সপ্তাহ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি হবে।

আর্ডান সংবাদ সম্মেলনে বলেন, “নিউজিল্যান্ডের এই প্রজন্মের প্রত্যেক নাগরিক মিয়ানমারের অবস্থা দেখে হতাশ। নিউজিল্যান্ডে এখানে বসে আমরা যা পারি করব।”

এদিকে,নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা আলাদা বিবৃতিতে বলেছেন, “আমরা মিয়ানমারের সেনা-নিয়ন্ত্রিত সরকারকে সমর্থন করি না।”

এদিকে মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত চলছে। এর মধ্যে প্রথম টেলিভিশন ভাষণে নতুন করে অভ্যুত্থানের সাফাই গেয়ে ফের নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছেন জেনারেল মিন অং হ্লাইং।

নচ/চখ

 

এই বিভাগের আরও খবর