chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলিতে দেড় কোটি টাকা মূল্যের ইয়াবাসহ মা-ছেলে আটক

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ৫৩ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার ৫শ ৯০ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) ‌দুপুরে দৌলতপুরের বড় ওঠান এলাকাস্থ মীর বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, দৌলতপুর বড় উঠান ইয়নিয়নের ১ নং ওয়ার্ড মীর বাড়ির মৃত মাহমুদুল হকের স্ত্রী শামসুন নাহার (৫৫) ও তার ছেলে এরফানুল হক প্রকাশ মারুফ (২২)।

র‌্যাব ৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান তথ্যটি নিশ্চিত করে বলেন, ইয়াবার বড় চালানের গোপন তথ্যে অভিযানে গেলে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা।

পরে ধাওয়া করে ইয়াবা কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে মা শামসুন নাহার ও ছেলে এরফানুলকে আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটক দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাবের এ কর্মকর্তা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর