chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে একলাখ টাকার অনুদান  

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে মাল্টিমিডিয়া ল্যাব পরিচালনার জন্য চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে একলাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। 

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় চবি উপাচার্য দপ্তরে চবি ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার এর কাছে এসোসিয়েশনের নেতৃবৃন্দ এ চেক হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট শিমুল নজরুল, সেক্রেটারী হামিদ উল্যাহ, ট্রেজারার মো. নুর উদ্দিন আলমগীর এবং সদস্য শেখ ফজলুল করিম।

এসময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস. এম. মনিরুল হাসান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক ও বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এবং প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এসোসিয়েশনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে চবি ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের এলামনাইরা সংগঠিত হলে সংশ্লিষ্ট বিভাগ তথা বিশ্ববিদ্যালয় লাভবান হয়। উপাচার্য এলামনাই নেতৃবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাদের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

এসএএস/

এই বিভাগের আরও খবর