chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টিকা নিলেন ডা. জাফরুল্লাহ

ডেস্ক নিউজ: করোনার টিকা নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দেশব্যাপী টিকাদান কর্মসূচির শুরুর দিনেই টিকা নেন এই চিকিৎসক।

এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভালো আছি। কোনো ভয় নেই। প্রধানমন্ত্রী যদি এখানে এসে টিকাটা নিয়ে যান তাহলে দেশবাসী আরও বেশি সাহস পাবে। দেশবাসীকে আহ্বান করছি যখনই আপনার তারিখ আসবে টিকা নেবেন। এটা আপনাদের কর্তব্য।

ডা. জাফরুল্লাহ আরো বলেন, ‘প্রধানমন্ত্রী যদি এখানে এসে টিকাটা নিয়ে যান তাহলে দেশবাসী আরও বেশি সাহস পাবে। এ টিকা প্রত্যেকের। আমার রিকশাওয়ালা ভাই, বাড়ির কাজ করেন, সাধারণ মানুষ যেন টিকা পাওয়ার সুবিধা পায়।

এসময় বিএসএমএমইউ’র ব্যবস্থাপনা সন্তুষ্টি প্রকাশ করেন ডা. জাফরুল্লাহ। এজন্য প্রতিষ্ঠানটির সকল কর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।

নচ/চখ

 

 

এই বিভাগের আরও খবর