chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্মার্টফোনের পর স্মার্ট চশমা!

প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তির নিত্যনতুন আবিষ্কার মানুষকে প্রায়ই অবাক করে দেয়। বর্তমানে সেরকম আরও একটি অসাধারণ আবিষ্কারের কথা শোনা যাচ্ছে। স্মার্টফোনের পর বাজারে আসছে স্মার্ট গগলস বা স্মার্ট চশমা।

অ্যাপল, স্যামসাং, অপপো ও ভুজিক্স-এর মতো সংস্থাগুলো ইতোমধ্যে স্মার্ট গ্লাস তৈরির কাজ শুরু করেছে। এই চশমায় এআর প্রযুক্তি থাকবে বলে মনে করা হচ্ছে। এবার একই পথে স্মার্ট গ্লাস তৈরির কাজ শুরু করল চীনা সংস্থা শাওমি। সবার আগে জানতে হবে স্মার্ট গ্লাস কী! অ্যাজুমেটেট রিয়েলিটি থাকবে এই চশমায়।

অন্যদিকে ভার্চুয়াল তথ্য দেবে এই চশমা। ফোনে যেমন ফটো ও ভিডিও আলাদা করে রাখা ও দেখা যায়, এই চশমায় তেমনই অপশন থাকবে। ফোনের নোটিফিকেশনও চশমায় দেখা যাবে। থাকবে নেভিগেশন পদ্ধতি। অপরদিকে হেড ফোন ছাড়াই এই চশমায় গান-বাজনা শোনা যাবে।

শাওমি তাদের স্মার্ট গগলস-এ ফটোথেরাপি ফিচার দিতে পারে। ফলে এই চশমার মাধ্যমে মানসিকভাবে অসুস্থ ও ডিপ্রেশনে ভোগা ব্যক্তিদের চিকিৎসাও সম্ভব হবে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর