chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আরো ৬৮ জনের করোনা পজিটিভ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৯৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৬৮ জনের, নতুন শনাক্তদের মধ্যে ৫২ জন নগরীর ও ১৬ জন উপজেলার বাসিন্দা।

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান । তিনি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩৩ হাজার ৪২৩ জনের মধ্যে ২৬ হাজার ১০৪ জন নগরীর ও ৭ হাজার ৩১৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৯ জন, এর মধ্যে ২৬৮ জন নগরীর ও ১০১ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৫৯ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬৯ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি। বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১২ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা ধরা পড়েনি।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর