chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবির সাবেক রেজিস্ট্রার ড. কামরুল হুদার ইন্তেকাল

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. কামরুল হুদা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০ টা ৩৬ মিনিটে তিনি আকস্মিক হার্ট অ্যাটাকে মারা যান। এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় আহত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া। তিনি বলেন, ড. কামরুল হুদা রাত আনুমানিক ১০ টা ৩৬ মিনিটে বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে গত ২৭ জানুয়ারি নগরীর সিআরবিতে চলন্ত রিকশা উল্টে বাম পায়ের হাঁটুতে চোট এবং মাথার বামপাশে আঘাত পান ড. কামরুল হুদা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করানো হয়।

পরবর্তীতে শারিরীক অবস্থা অবনতির দিকে গেলে ২৯ জানুয়ারি তাকে ঢাকার কল্যানপুরে অবস্থিত বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বাম পায়ে অস্ত্রোপচার করা হয়।

ড. কামরুল হুদা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ও সাবেক রেজিস্ট্রার ছিলেন। এছাড়া তিনি প্রীতিলতা হলের প্রভোস্টেরও দায়িত্ব পালন করেন। তিনি চবি বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ সভাপতি ছিলেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর